২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ১৪ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে?
ক. বদরের যুদ্ধে
খ. ইয়ামামার যুদ্ধে
গ. তাবুকের যুদ্ধে
ঘ. উহুদের যুদ্ধে
৯। শরিয়াত শব্দের অর্থ কী?
ক. মেরুদণ্ড খ. জ্ঞান
গ. রাস্তা ঘ. চিন্তা
১০। মহানবী (সা:) হিজরতের পূর্বে কুরআন শিক্ষা দেয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন?
ক. হজরত ওমর রা:
খ. হজরত আলী রা:
গ. হজরত উসমান রা:
ঘ. মুসআব ইবনে উমাইর রা:
১১। আন নূর শব্দের অর্থ কী?
ক. জ্যোতি খ. উপদেশ
গ. অবতীর্ণ ঘ. অন্ধকার
১২। কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ এতে রয়েছে-
i. অন্যান্য কিতাবের সারবস্তু
ii. মানবজাতির হিদায়াত
iii. মুসলমানদের কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. iii
১৩। কিভাবে কুরআন তিলাওয়াত করা আবশ্যক?
ক. দেখে দেখে
খ. সুন্দর সুরে
গ. তাজবিদ সহকারে
ঘ. ধীরে ধীরে
১৪। হাজ্জাজ বিন ইউসুফের কুরআনে হরকত সংযোজনের উদ্দেশ্য-
ক. নিজের আধিপত্য প্রতিষ্ঠা
খ. কুরআন পাঠ শ্রুতিমধুর করার জন্য
গ. কুরআনের অর্থ বোঝার জন্য
ঘ. কুরআন স্পষ্ট ও সহজ করার জন্য
১৫। সাদকা হচ্ছে-
i. দারিদ্র্য বিমোচনের একটি উপায়
ii. গরিব-দুঃখীদের সেবাদানের একটি মাধ্যম
iii. শরিয়তসম্মত একটি নফল ইবাদত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. ii ঘ. iii
১৬। শরিয়তের বিধিবিধানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে-
ক. ইজমায়
খ. কিয়াসে
গ. মাক্কি সূরায়
ঘ. মাদানি সূরায়
১৭। শরিয়তের মূল উৎসের ঠিক পরবর্তী কোনটি?
ক. কুরআন শরিফ
খ. ইজমা
গ. বুখারি শরিফ
ঘ. হাদিস শরিফ
১৮। কোন ধাতু থেকে কুরআন শব্দের উৎপত্তি?
ক. কারউন খ. কুরআনুন
গ. কিরউন ঘ. কারুউন
১৯। মাক্কি সূরা সর্বমোট-
ক. ২৮টি খ. ৭৬টি
গ. ৮৬টি ঘ. ৯৬টি
২০। মক্কা শরিফকে বলা হয়েছে-
ক. ইবাদতখানা
খ. পবিত্র
গ. বালাদুল আমিন
ঘ. মাফ পাওয়ার স্থান
উত্তর : ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১.ক, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক ১৯. গ, ২০. গ।