২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ০৯ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন-
ক) চিকিৎসক
খ) গণিতবিদ
গ) পদার্থবিজ্ঞানী
ঘ) প্রাণিবিজ্ঞানী
২৪। আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) মোল
ঘ) পাউন্ড
২৫। স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায়-
ক) বেলুনের উচ্চতা
খ) তারের ব্যাসার্ধ
গ) ফাঁপা নলে অন্তঃব্যাস ঘ) ফাঁপা নলের বহিঃব্যাস
২৬। বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয়-
ক) লঘিষ্ঠ গণন
খ) পিচ
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
২৭। বোস-আইনস্টাইন সংখ্যায়নের সাথে জড়িত-
i) স্যার জগদীশ চন্দ্র বসু
ii) আলবার্ট আইনস্টাইন
iii) সত্যেন্দ্রনাথ বসু
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৮। সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাইয়ের সাথে জড়িত-
i) কোপারনিকাস
ii) কেপলার
iii) টাইকোব্রাহে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। নিউক্লিয়াস ফিশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে-
i) অটোহান
ii) ১৯৩৮ সাল
iii) স্ট্রেসম্যান
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
৩০। নিউটনের অবদান-
i) গণিতে
ii) বলবিদ্যায়
iii) আলোকবিদ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, iii ঘ) i, ii, iii
৩১। সময়ের মাত্রা হলো-
ক) I খ) O গ) L ঘ) T
উত্তর : ২৩. খ, ২৪. গ, ২৫. খ ২৬. ক, ২৭. গ, ২৮. ঘ ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. ঘ।