২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।
‘যে মোরে দিয়েছে বিষেভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান।’
৩০। উদ্দীপকটি মহানবী (স.)-এর কোন আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
ক) হুদায়বিয়ার সন্ধি
খ) মক্কাবাসীদের ক্ষমা
গ) তায়েফবাসীদের ক্ষমা
ঘ) মদিনার ইহুদিদের ক্ষমা
৩১। মাহনবী (স.)-এর কোন উক্তিতে উক্ত আচরণিক দিকটি ফুটে উঠেছে?
ক) আমি রাজা নই, আমি স¤্রাট নই
খ) তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
গ) এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
ঘ) তোমার পতাকা যদি দিয়েছ প্রভু
৩২। কার ছিন্ন মস্তকের জন্য বিপুল পুরস্কারের লোভ দেখানো হয়েছিল?
ক) আবুবকর
খ) মুহাম্মদ (স.)
গ) বীরবাহু ওমর
ঘ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
৩৩। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ এ কথা আবুবকর (র.) কাদের বুঝিয়েছেন?
ক) মানুষকে
খ) মুসলিমকে
গ) মূর্ছিত মুসলিমকে
ঘ) সমগ্র মানুষকে
৩৪। রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদন সীমারেখা সুস্পষ্ট করিয়া তুলিলেন কে?
ক) বীরবাহু ওমর
খ) জনৈক বৃদ্ধ
গ) হযরত জিবরাইল
ঘ) মহামতি আবুবকর
৩৫। হযরত (স.)-এর চারিত্রিক গুণের মধ্যে কোনটি প্রধান?
i) ক্ষমা, মহত্ত্ব, প্রেম, দয়া
ii) ক্ষমা, ত্যাগ, সাহস, মহত্ত্ব
iii) ত্যাগ, দয়া, মায়া, ক্ষমা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) iii ঘ) i, ii ও iii
উত্তর : ৩০.খ, ৩১.খ, ৩২.ঘ, ৩৩. গ, ৩৪.ঘ, ৩৫.ক।