২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলা দ্বিতীয় পত্র
দ্বিতীয় অধ্যায় : চতুর্থ পরিচ্ছদ-সন্ধি- আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, বাংলা বিভাগ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
- ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়-চতুর্থ পরিচ্ছেদ : সন্ধি’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৮। ‘বৃষ্টি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বৃস্+তি
খ) বৃশ্+তি
গ) বৃষ্ + তি
ঘ) বৃষ+তি
২৯। সন্ধির ব্যবহার আছে কিন্তু সন্ধির নিয়মানুসারে নেই, তাকে কী সন্ধি বলে?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
৩০। পশু+অধম-এর শুদ্ধ সন্ধি কোনটি?
ক) পশ্বধর্ম খ) পশ্বাধম
গ) পশুধম ঘ) পশাধম
৩১। মূর্ধন্য শিশ্ ধ্বনি ষ-এর পর অঘোষ মহাপ্রাণ ‘অ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক) ল্ম খ) ষ্ট গ) ষ্ঠ ঘ) জ্ঞ
৩২। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক) ব্যঞ্জন সন্ধি
খ) বিসর্গ সন্ধি
গ) অনুস্বার
ঘ) স্বরসন্ধি
৩৩। ‘পুর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জন সন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর : ২৮। গ, ২৯। ঘ, ৩০। খ, ৩১। গ, ৩২। ঘ, ৩৩। ক।