২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪৫তম বিসিএস পরীক্ষা : সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলী

-

সুপ্রিয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে আরো ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘ গ্রেট হল’ কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. ভারত
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তর: গ. চীন।
২. সুয়েজ খাল কোন বছর চালু করা হয়?
ক. ১৯০৩ সালে
খ. ১৮৮৯ সালে
গ. ১৮৫৪ সালে
ঘ. ১৮৬৯ সালে
উত্তর: ঘ. ১৮৬৯ সালে।
৩. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৫
ঘ. ৫৪০
উত্তর: ক. ৫৪৩।
৪. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
ক. ১০২ খ. ৯৯
গ. ১০০ ঘ. ১০১
উত্তর: গ. ১০০।
৫. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. পিয়ংইয়ং
খ. লাসা
গ. কাবুল
ঘ. উলানবাটোর
উত্তর: খ. লাসা।


আরো সংবাদ



premium cement