২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলা দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায় : চতুর্থ পরিচ্ছদ-সন্ধি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়-চতুর্থ পরিচ্ছেদ : সন্ধি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। নীরব এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নী+রব
খ) নীঃ+রব
গ) নি+রব
ঘ) নিঃ+রব
১৬। পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) পতদ+অঞ্জলি
খ) পতদ+অঞ্জলী
গ) পদ+অঞ্জলি
ঘ) পতৎ+অঞ্জলি
১৭। ‘বনস্পতি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনঃ+পতি
খ) পন+স্পতি
গ) বনস+পতি
ঘ) বন+পতি
১৮। কোনটা নিয়মানুসারে সন্ধি হয় না?
ক) গায়ক
খ) কুলটা
গ) পশ্চাধম
ঘ) ণিজন্ত
১৯। ‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গা+অক
খ) গৈ+অক
গ) গায়+ক
ঘ) গা+য়ক
২০। ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন+ঈসা
খ) মনঃ+ইষা
গ) মনস্+ঈষা
ঘ) মনো+ইষা
২১। আ+আ=আ হয়-এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) রত্মাকর
খ) কথামৃত
গ) মহাশয়
ঘ) প্রাণাধিক
২২। ঔ+উ=আব+উ এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটি?
ক) পাবক
খ) নাবিক
গ) ভাবুক
ঘ) গায়ক
২৩। কোনটি ‘অপত্য’ অর্থ প্রকাশ করে?
ক) মেধা+বিন = মেধাবী
খ) গুরু+ষ্ণ=গৌরব
গ) মনু+ষ্ণ=মানব
ঘ) পৃথিবী+ষ্ণ = পার্থিব
২৪। কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন
খ) বর্ণের মিলন
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন
২৫। ‘কৃষ্টি’ শব্দের ঠিক সন্ধি কোনটি?
ক) কৃ+ক্তি
খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি
ঘ) কৃষ + টি
২৬। অ+ই=এ হয়, এই সূত্রের কোনটিতে শব্দ হয়েছে?
ক) শুভেচ্ছা
খ) যথেষ্ট
গ) মহেশ
ঘ) পরমেশ
২৭। ‘কুঞ্ঝটিকা’ শব্দের অর্থ কী?
ক) কুয়াশা
খ) অনুকার
গ) প্রভাময়
ঘ) ব্রাহ্মমুহূর্ত
উত্তর : ১৫। ঘ ১৬। ঘ ১৭। ঘ ১৮। খ ১৯। খ ২০। গ ২১। গ ২২। গ ২৩। গ ২৪। গ ২৫। খ ২৬। ক ২৭। ক।


আরো সংবাদ



premium cement