২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭। সত্যান্বেষী মানুষকে দীক্ষাদানকালে জনৈক ব্যক্তি কাঁপতে থাকলে মুহম্মদ (স.) তাকে কী বলে অভয় দিলেন?
i) কেন তুমি ভয় পাইতেছ
ii) আমি রাজা নই, সম্রাট নই
iii) শুষ্ক গোশতই ছিল যাহার নিত্যবার আহার্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, i ও iii
৮। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনে বহু লোক জমায়েত হওয়ার কারণ কী?
ক) রাসূলুল্লাহ (স.)-এর প্রতি অকুণ্ঠ ভালোবাসা
খ) রাসূলুল্লাহ (স.)-এর সান্নিধ্য লাভ
গ) রাসূলুল্লাহ (স.)-এর প্রতি অনাগত ভালোবাসা
ঘ) শেষ দেখার জন্য
৯। হজরত মুহম্মদ (স.) কেন নিজেকে সর্বদা মানুষ ভেবেছেন?
(ক) মানুষের দুঃখ-কষ্ট বোঝার জন্য
(খ) তিনি মানুষের বন্ধু বলে
(গ) মানুষের একেবারে কাছাকাছি থাকার জন্য
(ঘ) সত্য প্রতিষ্ঠার জন্য
১০। আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র- কথাটির পক্ষে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) হজরত আবুবকর সিদ্দিক রা.-এর বাণী
খ) হজরত ওমর রা.-এর বাণী
গ) হজরত মুহম্মদ (স.)-এর বাণী
ঘ) হজরত আলী রা.-এর বাণী
১১। হজরত মুহম্মদ (স.) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন?
ক) মদিনাবাসীর আমন্ত্রণে
খ) ধর্ম প্রচারের উদ্দেশ্যে
গ) শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
ঘ) মক্কাবাসীর নির্যাতনে
১২। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সব কিছুর বিচার করতেন- এখানে ‘তিনি’ কে?
ক) আয়েশা রা.
খ) আবু বকর সিদ্দিক রা.
গ) মোহাম্মাদ ওয়াজেদ আলী
ঘ) হজরত উমর রা.
উত্তর : ৭.খ, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.ঘ, ১২.গ।


আরো সংবাদ



premium cement