২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
- ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
১৫। নিচের কোনটি রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস?
ক. কর ও খাজনা
খ. বাণিজ্য শুল্ক
গ. রেমিট্যান্স
ঘ. বাণিজ্যিক ব্যাংক
১৬। কার অভিমত ইসলামি আইনের ক্ষেত্রে আইনের মর্যাদা লাভ করেছে?
ক. ইমাম শাফিয়ি (রহ:)
খ. ইমাম আবু হানিফা (রহ:)
গ. ইমাম বুখারি (রহ:)
ঘ. ইবনে সিনা
১৭। তথ্যপ্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
ক. ৩৯ নম্বর অনুচ্ছেদে
খ. ২৯ নম্বর অনুচ্ছেদে
গ. ৪৭ নম্বর অনুচ্ছেদে
ঘ. ১৭ নম্বর অনুচ্ছেদে
১৮। মানুষের ওপর কোনটির প্রভাব অপরিসীম?
ক. প্রথার ও নৈতিকতার
খ. আইনের
গ. ধর্মের
ঘ. ন্যায়নীতির
১৯। বাংলাদেশের সরকার কত সালে তথ্য অধিকার আইন জারি করে?
ক. ২০০৯ সালে
খ. ২০০৭ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০১০ সালে
উত্তর : ১৫.ক ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ক।