২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : বই পড়া- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : বই পড়া’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
২৪। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এ জন্য যে-
i) সমাজে অনেকে বিদ্বান ব্যক্তি আছেন
ii) বিদ্যার্থী নিজেই বিদ্যাদাতা সেজেছে
iii) সমাজে অনেক শিক্ষাদানকারী আছেন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২৫।‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে যথার্থ গুরুর সার্থকতা হলো-
ক) শিক্ষাদান করায় এবং পথ দেখিয়ে দেওয়ায়
খ) জ্ঞানপিপাসা নিবৃত্ত করায় এবং বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করায়
গ) পড়া বুঝিয়ে দেওয়ায় এবং আদায় করায়
ঘ) ছাত্রের আত্মাকে উদ্বোধিত করায় ও কৌতূহল উদ্রেক করায়
২৬। ‘সাহিত্য’ শিক্ষার সর্বপ্রধান বিষয়টি সন্দেহাতীত হলেও বিমুখতার কারণ-
র) প্রত্যক্ষ প্রাপ্তি যোগ নেই
রর) সময়ের অপচয় বলে বিবেচ্য
ররর) জৈবিক অস্তিত্ব অগ্রাধিকারে বিবেচ্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
২৭। আমাদের দেশের লোকে বই পড়ার প্রতি আগ্রহী নয়- এর কারণ কী?
ক) আর্থিক অনটন ও সুফল সম্বন্ধে সন্দিহান হওয়ায়
খ) শিক্ষার ত্র“টি ও অজ্ঞতার কারণে
গ) অর্থের প্রতি লোলুপদৃষ্টি ও নিরক্ষরতার জন্য
ঘ) জীবনকে সুন্দর ও মহৎ করতে না চাওয়ায়
২৮। ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করলে পাই-
ক) বিদ্যা গেলানো ও স্বশিক্ষিতরূপে গড়ে তোলা
খ) শিক্ষার্থীকে পথ দেখিয়ে দেয় ও সুশিক্ষিত রূপে গড়ে তোলা
গ) নোট দেয় এবং মুখস্থ বিদ্যার ওপর গুরুত্বারোপ
ঘ) শিক্ষার বিস্তার করা ও বৃত্তিকে জাগ্রত করে
২৯। ‘আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’ প্রাবন্ধিকের এ উক্তিটিকে বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায়-
ক) শিক্ষক আন্তরিকতার সঙ্গে শিক্ষা দেন না
খ) শিক্ষা অর্জনের বিষয়
গ) দাতার চেয়ে গ্রহীতার ভূমিকা
ঘ) শিক্ষার জন্য লাইব্রেরি দরকার
উত্তর : ২৪. গ, ২৫. ঘ, ২৬. গ, ২৭.ক, ২৮. গ, ২৯. খ।