২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

প্রথম অধ্যায় : রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায় : রসায়নের ধারণা’ থেকে আরো ৭টি এবং ‘দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা’ থেকে ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রথম অধ্যায় : রসায়নের ধারণা
২৯। অনুসন্ধান থেকে কিসের জন্ম হয়?
ক) পরীক্ষা খ) উদ্ভাবন
গ) গবেষণা ঘ) বিশ্লেষণ
৩০। কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের কাজ করে?
ক) যুক্তি দেয়া
খ) পর্যালোচনা করা
গ) পর্যবেক্ষণ করা
ঘ) পরীক্ষা-নিরীক্ষা করা
৩১। মধ্যযুগে আরবে আলকেমি চর্চাকে বলা হতো?
ক) রসায়ন
খ) পদার্থবিজ্ঞান
গ) মৃত্তিকাবিজ্ঞান
ঘ) জ্যোর্তিবিজ্ঞান
৩২। প্রাচীনকালে কোন আবিষ্কারটি মানব সভ্যতায় অগ্রগতিতে ভূমিকা রাখে?
ক) ব্রোঞ্জ খ) টিন
গ) সোনা ঘ) তামা
৩৩। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) বাংলা খ) ফারসি
গ) ইংরেজি ঘ) আরবি
৩৪। ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?
ক) ক্লোরিন খ) নাইট্রোজেন
গ) প্রেট্রোলিয়াম ঘ) আয়োডিন
৩৫। কাঠ পোড়ালে যে পদার্থগুলো তৈরি হয়-
i) কার্বন ডাই অক্সাইড
ii) জলীয়বাষ্প
iii) মিথেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ২৯। গ, ৩০। খ, ৩১। ক, ৩২। ক, ৩৩। ঘ, ৩৪। ক, ৩৫। ক।
দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা
১। কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
ক) বাষ্পীভবন খ) ঊর্ধ্বপাতন
গ) ব্যাপন
ঘ) নিঃসরণ
২। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটে?
ক) আকার সঙ্কুচিত হবে
খ) চলাচল করতে থাকবে
গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
ঘ) শক্তি নির্গত করবে
উত্তর : ১। ক, ২। ঘ।


আরো সংবাদ



premium cement