২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ- মো: বদরুল ইসলাম , সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
- ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৬। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
১৭। তুলাযন্ত্র ব্যবহার করা হয়-
i) পদার্থবিজ্ঞানে
ii) জ্যোতির্বিজ্ঞানে
iii) রসায়নে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii
১৮। উপলব্ধি এবং ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে-
i) 1 মিলিমিটার (mm)=103 মিটার (m)
ii) 1 মিলিগ্রাম (mg)=10-6 কিলোগ্রাম (kg)
iii)১মাইক্রোঅ্যাম্পিয়ার (সঅ) = ১০৬ অ্যাম্পিয়ার (অ)
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii
১৯। দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?
ক) ০ খ) ১২ গ) ১২ ঘ) -১
২০। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?
ক) দৈব ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) যান্ত্রিক ত্রুটি
ঘ) ব্যক্তিগত ত্রুটি
২১। কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে-
i) কম্পিউটার আবিষ্কারে ii) আবহাওয়া পূর্বাভাস প্রদানে
iii) যোগাযোগ সহজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i,iii
গ) ii, iii
ঘ) i, ii, iii
২২। পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে-
i) প্রকৃতির রহস্য উদঘাটন করা
ii) প্রকৃতির নিয়মগুলো অনুুধাবন করা
iii) প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ, ২১. গ, ২২. ঘ।