২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত শতাধিক

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত শতাধিক - ছবি : সংগৃহীত

আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মাঝে ৪৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল ১০টায় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়ার লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষটি হয়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়ার মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধে সংঘর্ষ ও মামলা মোকদ্দমা চলমান রয়েছে। বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই সিজিল মিয়াই আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে প্রবাসী সিজিল মিয়ার লোকজন ভোট না দিয়ে তার বিরুদ্ধে কাজ করে। এর পর থেকে দুই পক্ষে বিভক্ত গ্রামের লোকজন প্রায়ই সংঘর্ষ জড়ায়। গত রমজান মাসে তারাবিহ নামাজ চলা অবস্থায় দুই পক্ষের লোকেরা মসজিদে সংঘর্ষে লিপ্ত হয়। পরে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা হয়। একটি মামলায় ইউপি সদস্য সিজিল মিয়া দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে এলে আবারো বিরোধ বাড়তে থাকে। গ্রাম্য বিরোধের জেরে বদলপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরাও বিভক্ত হয়ে পড়েন। সমিতির নামে ইজারাকৃত পুরাতন সুরমা নামক জলমহাল সংখ্যা গরিষ্ঠ প্রবাসী সিজিল মিয়ার পক্ষের লোকেরা অপর পক্ষের সদস্যদের বাদ দিয়ে ভোগদখল করাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ আরো জানায়, ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের শতাধিক লোক আহত হয়। দুই পক্ষের গুরুতর আহতরা হলেন- আলেকা বেগম, জিয়াউল করিম, সাঈম, রাজা মিয়া, সাবাজ মিয়া, কুলসুম বিবি, শাহাবুদ্দিন, সিজিল মেম্বার (৫৫), নজরুল ইসলাম (২২), রাসেল (৩৮), শাহজাহান (৪০), মফিজ আলী, মাসুমা বেগম (৬০), শফিক মিয়া (৫০), রেজাউল, ছান উল্লা, নাহিদ, আব্দুর রহমান, আলী আমজাদ, মুছা মিয়া, আজাদ মিয়া, তোফায়েল, সেলিম, মনির, সাইফুজ্জামান, স্বপন মিয়া, শফিক, আসাদ মিয়া, ছায়াদ মিয়া, শাহ আলম, পাখি মিয়া, শফিক মিয়া, কালাম মিয়া, মাঈন উদ্দিন, তাহির মিয়া, মুহিদুল মিয়া, সুজন, রিমন, শিহাব মিয়া।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বলেন, সংঘর্ষে আহত ৩৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। অধিকাংশ রোগীদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সংঘর্ষের বিষয়ে এক পক্ষ অপর পক্ষের লোকদের দায়ী করে বক্তব্য দিচ্ছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বদলপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল