১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
পুলিশের গুলিতে নিহত পংকজের পরিবারের পাশে জামায়াত

আন্দোলনে আত্মত্যাগকারীরা জাতীয় বীর : অ্যাডভোকেট জুবায়ের

পুলিশের গুলিতে নিহত পংকজের পরিবারের পাশে জামায়াত - ছবি : নয়া দিগন্ত

আন্দোলনে আত্মত্যাগকারীরা জাতীয় বীর বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পতিত আওয়ামী বাকশালী সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ধ্বংস করতে দেশে গণহত্যা, খুন-গুমের রাজনীতি শুরু করেছিল।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিগত ৫ আগস্ট পুলিশের গুলীতে নিহত সিএনজি চালক পংকজ কুমার করের ভার্থখলাস্থ ঝালোপাড়ার বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা ফখর-মঈন সরকারের সাথে আতাঁত করে ক্ষমতায় গিয়ে পিলখানা ট্রাজেডি ঘটিয়ে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যার মাধ্যমে গণহত্যার রাজনীতি শুরু করেছিল। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর নৃশংস গণহত্যা তাদের পতন নিশ্চিত হয়েছে। শুধু পতন হয়নি, ফ্যাসিবাদীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি আরো বলেন, নগ্ন দলীয়করণের মাধ্যমে বাকশালী সরকার রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে। বিচারের নামে আদর্শিক মোকাবেলায় শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। জামায়াত মানবতার কল্যাণে কাজ করে। সেটা বাকশালীদের পছন্দ হয়নি। তাই তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আজ জামায়াত মানবতার পাশে আছে, ফ্যাসিবাদীদের পালিয়ে যেতে হয়েছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনে নিহত পংকজ কুমার করসহ আত্মত্যাগকারীরা জাতীয় বীর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় জামায়াতের পক্ষ থেকে পংকজ কুমার করের বাবা নিখিল কুমার করের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন।

আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, হাফিজ মশাহিদ আহমদ, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি জুনেদ আহমদ ও মুরব্বী নীল মনি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদীদের পতন নিশ্চিত হলেও তাদের দোসররা সক্রিয় রয়েছে। ছাত্র-জনতার ওপর গণহত্যার সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। দেশে ফ্যাসিবাদীদের সক্রিয় হওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল