১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী - ছবি : নয়া দিগন্ত

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের পরিবারের সাথে সাক্ষাত করেছেন জাতিসঙ্ঘ ও হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ের পরিচিত মুখ মুশফিকুল ফজল আনসারী। শনিবার দুপুরে সিলেট পৌঁছে সন্ধ্যায় তুরাবের যতরপুরস্থ বাসায় গিয়ে তিনি সাক্ষাত করেন।

এ সময় তিনি তুরাবের বড় ভাই আবুল আহসান মো: আজরফসহ (জাবুর) পরিবারের সদস্যদের সান্তনা দেন। তিনি সরকারের কাছে তুরাবের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাংবাদিক মঈদ উদ্দিন মনজু, হুমায়ুন কবীর লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রায় এক দশক পর নিজ জন্মশহর সিলেটে ফিরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছঁলে সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা বিএনপি অঙ্গসংগঠনের নেতাদের তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার জন্মভূমিতে আসতে পেরেছি এর জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

তিনি বলেন, ‘যারা বিপ্লবকে সফল করতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি আরো বলেন, ‘নিশ্চয় আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সক্ষম হবো সকলের সম্মিলিত সহযোগিতায়।’

তিনি বলেন, ‘একজন সাংবাদিক হিসেবে একজন রিপোর্টার হিসেবে-যদিও আমি কোনো পলিসি নির্ধারণে নেই, কিন্তু আমি মনে করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।’

বিমানবন্দর থেকে তিনি যান নগরের নয়াসড়ক এলাকায় হযরত মানিকপীর (র.) এর মাজার টিলায়। সেখানে স্বজনদের কবর জিয়ারত করে বাসায় যান।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল