১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সুনামগঞ্জের নলুয়া হাওরে নৌকাডুবি, ২ নারীর মৃত্যু

সুনামগঞ্জের নলুয়া হাওরে নৌকাডুবি, ২ নারীর মৃত্যু - প্রতীকী ছবি

সুনামগঞ্জের নলুয়া হাওরে যাত্রীবাহী ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় দিরাইয়ের দুই নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে সাথে থাকা অন্য নারী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর থেকে দিরাইর গ্রামের বাড়িতে আসার পথে নলুয়া হাওরে দিরাই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পরে এ দুর্ঘটনা ঘটে।

নৌকা ডুবিতে উদ্ধার করা নিহত নারীর নাম রহিমা বিবি (৭৫), তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মরহুম আব্দুল কাদিরের স্ত্রী। আর নিখোঁজ নারীর নাম মলিকা বেগম (৩৩)। তিনি একই গ্রামের আবুল কালামের স্ত্রী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জগন্নাথপুর উপজেলা থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা দিরাই উপজেলার কালধর গ্রামের উদ্দেশে রওয়ানা দেয়। পথে নলুয়া হাওরে ঢেউয়ের কবলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীর মধ্যে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকার লোকজন। অনেক খোঁজাখুঁজির পর বৃদ্ধা রহিমা বিবির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিকা বেগম নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মনিকার লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছেন বলে জানান, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এদিকে ঘটনাস্থলটি জগন্নাথপুর থানা এলাকায় হওয়ায় উদ্ধারকৃত বৃদ্ধার লাশটি জগন্নাথপুর থানায় নিয়ে যায় পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন নৌকা ডুবিতে নিহত বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নারী নিখোঁজ থাকায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
কিউবাকে সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সকল