১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

১৬ বছর পর দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ

১৬ বছর পর দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, বিশেষ অতিথি জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর শূরা সদস্য ও কোতয়ালী থানা নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সুহেল প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, ‘মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালায়।

যে কারণে আমরা এতদিন কথা বলতে পারিনি। গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। দাড়ি-টুপিওলা মানুষ, নামাজি মানুষ, টাকনুর ওপর কাপড় পরা মানুষ দেখে দেখে তারা অত্যাচার নির্যাতন চালাত, অনেক মুসলিম ভাই-বোনদের লাঞ্ছিত করেছে ওই জালিম সরকারের লোকজন। আল্লাহ তার বিচার করেছেন।

তাই দীর্ঘদিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সমাবেশ করছি। এরজন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়।’

তিনি আরো বলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দারিদ্র্য থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সবকর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সাবেক জেলা সভাপতি মাওলানা জাকির হোসাইন, উপজেলা জামায়াত, শিবিরের নেতাকর্মীগণ ও সাংবাদিক।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন

সকল