২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিএসএফের গুলিতে কিশোরী নিহতের প্রতিপাদে কুলাউড়ায় মশাল মিছিল

বিএসএফের গুলিতে কিশোরী নিহতের প্রতিপাদে কুলাউড়ায় মশাল মিছিল - সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্না দাস (১৪) নিহতের প্রতিপাদে শুক্রবার রাত ৮টার দিকে কুলাউড়া শহরে বিশাল মশাল মিছিল অনুষ্টিত হয়েছে।

জানা গেছে, মশাল মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। সাধারণ ছাত্র /ছাত্রীদের উদ্যোগে মশাল মিছিল শেষে পথসভায় স্বর্না হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে সীমান্তে হত্যা বন্ধের দাবি জানানো হয়েছে।

এ সময় বিএসএফ আর একটি গুলি করলে ভারতীয় দূতাবাস ঘেরাও এর কমসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্ছারণ করা হয়।

উল্লেখ্য, গত রোববার রাত ৯টায় কুলাউড়ারলালারচক সীমান্তে বিএসএফ -এর গুলিতে কিশোরী স্বর্না দাস নিহত হয়।


আরো সংবাদ



premium cement