বন্যায় কমলগঞ্জে কৃষির ব্যাপক ক্ষতি
- কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৮
সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙ্গনের ফলে মৌলভীবাজারের কমলগঞ্জে দেখা দেয় ভয়াবহ বন্যা, পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার মানুষ।
ক্ষতিগ্রস্ত হয় বসতঘর, মৎস্য খামার ও গ্রামীণ সড়ক। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষিখাত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বন্যায় ১০০ হেক্টর আউশ ও তিন হাজার হেক্টর আমনের ফসল ও সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া কমলগঞ্জ সদর ইউনিয়নেরর ছাইয়াখালী হাওর, পতনঊষার ইউনিয়নের কেওলার হাওর এলাকা সবচেয়ে নিচু হওয়ায় ও বন্যার পানি স্থায়ী হওয়ায় সেখানকার কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি আমনের চারা না থাকায় কৃষকরা পাশের উপজেলা থেকে অধিক মূল্যে চারা সংগ্রহ করছেন।
কৃষক মসুদ মিয়া, সামসু মিয়া, আবুল খায়ের জানান, ‘আমনের চারা রোপণ করার কয়েক দিন পর থেকে বন্যা শুরু হয়। বন্যার পানির নিচে থাকায় জমির আমনের রোপিত চারা পচে নষ্ট হয় যায়। এখন বন্যার পানি কমলেও নতুন করে চাষ করার মতো সময় নেই। তাছাড়া সার, বীজ এবং শ্রমিকের মজুরি বাবদ যে অর্থ খরচ হবে সেটাও ব্যয়ভার বহন কঠিন। সরকারীভাবে সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানো অসম্ভব, এখন অনেক কৃষকের অবস্থাই তাদের মতো।’
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ‘বন্যায় উপজেলার সাড়ে ছয় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আমনের ৭৫ ও বীনা-১৭ জাতের বীজ সরবরাহ করা হয়েছে। যা দ্রুত সময়ে রোপন করা সম্ভব। এতে কিছুটা হলেও কৃষক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা