২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইলিয়াস আলীসহ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চায় নাগরিক আলেম সমাজ

- ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ নিখোঁজ সকল রাজনৈতিক ও অরাজনৈতিক নাগরিকদের সন্ধান ও তাদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে নাগরিক আলেম সমাজ।

আন্তর্জাতিক গুম দিবসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় নাগরিক আলেম সমাজ।

বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রধান সমন্বয়ক নোমান বিন আরমান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদ টিকিয়ে রাখার স্বার্থে সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষকে গুম ও খুন করেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশে বিপর্যয় নেমে এসেছে হাজারো পরিবারে। অনেক পরিবার এখনো জানে না যে তাদের স্বজনদের ভাগ্যে কী ঘটেছে। এমন বিভীষিকা থেকে অবিলম্বে পরিবারগুলোকে মুক্ত এবং নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

সকল মতপথের মানুষের মানবাধিকার সুরক্ষায় সরকার আন্তরিক হবে এমন প্রত্যাশা করে নাগরিক আলেম সমাজ বলেন, ভিন্নমত ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী নাগরিকদের গুম করার অপনীতি থেকে যাতে সরে আসে, সেটি শতভাগ নিশ্চিত করতে হবে। এজন্যে শক্তিশালী আইনি কাঠামো তৈরি ও জড়িতদের বিচারের মুখোমুখি করাসহ বাহিনীগুলোর সদস্যদের মানবিক মূল্যবোধ বৃদ্ধির কার্যকর উদ্যোগ নিতে সরকারে প্রতি দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নাগরিক আলেম সমাজের সমন্বয়ক মাওলানা হাসান ফয়েজ, লেখক মুতিউল মুরসালিন, আদিব আহমদ, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, লেখক হক নাওয়াজ, কণ্ঠশিল্পী শেখ এনাম, লেখক কবির আহমদ খান, লেখক হুসাইন ফাহিম ও মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গুমবিরোধী জাতিসঙ্ঘের সনদে বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাক্ষর করেছে বাংলাদেশ। ৩০ আগস্ট পালিত হবে আন্তর্জাতিক গুম দিবস।


আরো সংবাদ



premium cement