২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
পুলিশ সুপারের মতবিনিময় সভা

মহানবী সা:’কে নিয়ে কটুক্তিকারী লিটন দাস কারাগারে 

পুলিশ সুপারের মতবিনিময় সভা - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাইয়ে হযরত মোহাম্মদ সা:’কে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করে সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে লিটন চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় দিরাইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এ বিষয়টিসহ এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ।

দিরাই থানার মতবিনিময় সভায় তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করুন।

গ্রেফতার লিটন দাস উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রী নারয়নপুর গ্রামের রনধীর দাসের ছেলে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় শ্রী নারায়নপুর তার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এদিকে বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার সাথে সাথে দিরাই থানা পয়েন্ট তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল শুরু হয়। তার ফাঁসির দাবিতে রাস্তায় নেমে পড়ে শত শত তৌহিদী জনতা। দিরাই থানা পুলিশ জানায়, অভিযুক্ত লিটন চন্দ্র দাস নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লি ও নবী প্রেমিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত লিটন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।রোববার লিটন দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর শনিবার সন্ধ্যার পর রাত দশটা পর্যন্ত দিরাই থানা পয়েন্টে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলের মাধ্যমে লিটন দাসের সর্বোচ্চ শাস্তির দাবী জানায়।উদ্বোধ পরিস্থিতি শান্ত করতে দিরাই শাল্লার দায়িত্বপ্রাপ্ত মেজর মহিউদ্দিন ফারকী,অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল শহিদুল ইসলাম মুন্সি ও দিরাই থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিক্ষোব্দ জনতার সামনে এসে বক্তব্য রাখেন। এসময় অভিযুক্ত লিটন দাসের সর্বোচ্চ শাস্তির আইনি ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অপরদিকে পুলিশ সুপার বলেন, কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাৎক্ষণিক পুলিশকে খবর দিন। একটি ঘটনার পর আরেকটি ঘটনার জন্ম যেন না হয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। লিটন দাস নামে যে ব্যক্তি ফেইসবুকে মহানবী সা: নিয়ে কটুক্তি করেছে,তাকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে সর্বোচ্চ শাস্তির যে আইন আছে সেই আইনে মামলা হবে। এ বিষয়ে কোনো গাফিলতির সুযোগ নেই। তিনি আগামী শুক্রবার দিরাই উপজেলার সকল মসজিদে জুমার নামাজের খুতবায় বিষয়টি নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সকল ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরো বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে যত মামলা হয়েছে যে সমস্ত মামলার ভিত্তি নাই। সেই মামলাগুলো অচিরেই ফাইনালি ডিসমিস করা হবে।

সভায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা বলেন, মহানবী হযযরত মোহাম্মদ সা:’কে নিয়ে কটুক্তি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। যা কোনোভাবে ঈমানদাররা মেনে নেবে না। মুসলিম উম্মাহ রাসূলুল্লাহ সা:-এর মর্যাদা বুলন্দ রাখতে শাহাদাতের পেয়ালা পান করতে দ্বিধা করবেনা তৌহিদী জনতা। আমরা রাসূলুল্লাহ সা:’কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী লিটন চন্দ্র দাসের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতেও এরকম কোনো ভূমিকা মেনে নেয়া হবে না। অপরদিকে মহানবী হযযরত মোহাম্মদ সা:’কে নিয়ে কুরুচিপূর্ণ কটুক্তিকারী লিটন চন্দ্র দাসের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জোহরের নামাজের পর দিরাই থানা মজসিদসহ বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লিরা জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিরাই’র বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ।


আরো সংবাদ



premium cement
ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল