২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রীমঙ্গলে শামিম ওসমানের অবস্থানের খবরের সত্যতা পাওয়া যায়নি

শ্রীমঙ্গলে শামিম ওসমানের অবস্থানের খবরের সত্যতা পাওয়া যায়নি - ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এ নারায়নগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামিম ওসমানের অবস্থানের খবরের সত্যতা পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ও পুলিশ জানায় পুরো বিষয়টি ছিল একটা গুজব।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে ব্যাপক হারে প্রচার হলে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ছাত্র-জনতা রিসোর্টটির প্রধান ফটকের বিপরীত দিকে সড়কের পাশে অবস্থান করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে অনেকেই পোষ্ট করেন শামিম ওসমান সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে অবস্থান করছেন।

খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ সেনা ক্যাম্পের সদস্যরা রিসোর্টটির মূল ফটকে অবস্থান করে নিরাপত্তা জোরদার করেন। পরে মেজর মেজবার নেতৃত্বে কয়েকজন সেনা সদস্য ও থানা পুলিশ ভেতরে প্রবেশ করে কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সকল ধরনের কোয়ারী ফুল-ফিল করেন।

কিন্তু শামিম ওসমানকে সেখানে না পেয়ে তারা বেড়িয়ে আসেন এবং উৎসুক জনতাকে এটি গুজব ছিল বলে জানালে তারা সেখান থেকে চলে যান।

খবর পেয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুও চলে যান সেখানে। সেনাবাহিনীর কাছ থেকে গুজবের বিষয়টি জানার পর তিনি সড়কের পাশে অবস্থান করা ছাত্র-জনতাকে সেখান থেকে চলে যেতে হ্যান্ড মাইকে নির্দেশ প্রদান করেন। মেয়রের সাথে থাকা কয়েকজন তখন ছাত্র-জনতাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য চেচামেছি করেন। তখন তাদের সাথে ছাত্র-জনতার কিছুটা বাকবিতণ্ডা হয় এবং উত্তেজনা বিরাজ করে। পরে সেনা সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জি এম আরমান খান বলেন, পুরো বিষয়টি ছিল গুজব। গ্র্যান্ড সুলতানে শামিম ওসমান আছেন এমন গুজব ফেসবুকে ছড়িয়ে পড়লে কিছু মানুষ রিসোর্টটির সামনে অবস্থান করেন। পরে মেজর মেজবার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আমাদের সাথে কথা বলে রিসোর্টে প্রবেশ করেন। তারা সকল ধরনের কোয়ারি ফুলফিল করে খবরটি যে ফেইক এবং গুজব ছিল সেটা নিশ্চিত হয়ে বাহিরে অবস্থান করা ছাত্র-জনতাকে জানালে তারা সেখান থেকে চলে যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় নয়া দিগন্তকে বলেন, আওয়ামী লীগ নেতা শামিম ওসমান গ্র্যান্ড সুলতানে অবস্থান করছেন এমন গুঞ্জনে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সেখানে প্রবেশ করে। কিন্তু এর কোনো সত্যতা পায়নি। পরে সেখান থেকে মহাজিরাবাদের জান্নাতুল ফেরদৌস মসজিদ এলাকায় গিয়েও তার খুঁজ মিলেনি। এটি পুরোটাই ছিল গুজব।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন

সকল