২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মন্দির-ঘরবাড়ি পাহারার প্রশংসায় সুনামগঞ্জের হিন্দু নেতারা

মন্দির-ঘরবাড়ি পাহারার প্রশংসায় সুনামগঞ্জের হিন্দু নেতারা - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জে বিএনপি, ছাত্র ও যুবদল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতাকর্মীরা ও সাংবাদিকরা মন্দির ও ঘরবাড়ি পাহারা দিয়েছেন উল্লেখ করে তাদের প্রশংসা করেছেন হিন্দু নেতারা।

শনিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনে তারা এ প্রশংসা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, দোকানপাঠ, অগ্নিসংযোগের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক, বিজয় তালুকদার বিজু, ইস্কন মন্দিরের মহাপ্রভূ রাজশ্যাম গোপাল দাস, চন্দন প্রসাদ রায়, কলি তালুকদার আরতি, সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই, সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাডভোকেট প্রনব কান্তি দাস, বিশ্বজিৎ সরকার, মন্তোষ চন্দ, নারায়ণ চক্রবর্তী, মিলু চৌধুরী, হিমাদ্রি রায় প্রান্ত প্রমুখ।

বক্তারা বলেন, ‘সুনামগঞ্জে বিএনপি, ছাত্র ও যুবদল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতাকর্মীরা ও সাংবাদিকরা আমাদের মন্দির ও ঘরবাড়ি যেভাবে পাহারা দিয়েছেন তা প্রশংসনীয় হয়ে থাকবে। আমাদের সুনামগঞ্জ জেলা আমরা সবাই মিলে সুন্দর পরিবেশ নিয়ে বেড়ে উঠব।’

তারা আরো বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই এই শহরে এক সাথে বড় হয়ে উঠেছি, মুসলিম-হিন্দু সবাই আমরা ভাই ভাই হয়ে বেড়ে উঠেছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলতে চাই।’

দেশের যেসব জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ও দোকানপাঠে হামলার হয়েছে তা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তরা।


আরো সংবাদ



premium cement

সকল