২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌলভীবাজারে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের ধাওয়া, আহত-৩

মৌলভীবাজারে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের ধাওয়া, আহত-৩ - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় জুড়ী উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।

এর আগে ছাত্র জনতার ওপর হামলা, মামলা, গণগ্রেফতার, গুম, খুন ও হয়রানির প্রতিবাদ এবং জাতিসঙ্ঘকর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে পুলিশি প্রহরায় জুড়ী কলেজ রোড থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুড়ী কলেজ রোডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষের দিকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় আসে। এ সময় পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের থামানোর চেষ্টা করে। ছাত্রলীগ কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা দিয়ে আক্রমণ চালায়। এতে আহত হন তিন শিক্ষার্থী।

আহতরা হলেন আফজাল হোসাইন হাসান, তানভির ও তামিম। তাদের জুড়ী উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সাধারণ শিক্ষার্থী আফজাল হোসাইন বলেন, আমরা মিছিল শেষে মহিলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে ফিরে যেতে সহযোগীতা করছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ সংগঠিত হয়ে হকিস্টিক, রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। মেয়েদের আক্রমণ থেকে বাঁচাতে গেলে তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল, ঘুষি মারে। এ সময় আমি মারাত্বক আহত হই। পরে আমি জুড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই।

জুড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করেছে। ছাত্রলীগ ধাওয়া দেয়ার চেষ্টা করেছে। আমরা পরিস্থিতি শান্ত করেছি।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনে নতুন বিধান বাংলাদেশ শ্রম আইন ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বড় পরিকল্পনা না থাকলে একদিনে এত ঘটনা ঘটত না : তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপনে দ্বৈত শাসনের অবসান হবে ফলোঅন স্বস্তির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে বিমানবন্দর থেকে গ্রেফতার ব্যাটারির অটোরিকশা চলতে পারবে ঢাকা মহানগরে শ্রীলঙ্কা, কেনিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখায় দুশ্চিন্তায় আদানি বাধার মুখেই ইসলামাবাদমুখী ইমরান সমর্থকরা, গ্রেফতার সহস্রাধিক

সকল