সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০২ আগস্ট ২০২৪, ২২:২১
চলমান কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন কালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েন সিলেট বিভাগীয় কমিটির সদস্য এ টি এম তুরাবের স্মরণে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টায় দিরাই পৌরশহরের ভাটি বাংলা সমবায় সমিতির কনফারেন্স হলে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য উবাইদুল হক শাহজাহান সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, অর্থসম্পাদক গোলাম জিলানীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর। এদিকে বৈষিম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এ টি এম তুরাবের রূহের মাগফেরাত কামনা করে দিরাই রিপোর্টার্স ইউনিটির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
শুক্রবার জুমার নামাজের পর দিরাই পৌরশহরের বাজার জামে মসজিদে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের পর মোনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন পেশ ইমাম মাওলানা শিহাব আহমাদ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি সিরাজ দৌলা তালুকদার, দিরাই সরমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, লেখক রফিকুল ইসলাম, ব্যবসায়ী হাজী মহিবুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সদস্য শাহজাহান সিরাজ, উবাইদুর হক, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ গোলাম জিলানী, তথ্য ও প্রকাশনা সম্পাদক আয়ুমান আহমেদ, সাংবাদিক শেখ মোস্তাফিজুর রহমান ও প্রবাসী সাহিদুল ইসলাম সাগরসহ দিরাই বাজারের ব্যবসায়ী ও মুসল্লিগণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা