১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

সিলেটে ৩ থানার ১১টি মামলায় ১৫৬ জন গ্রেফতার

সিলেটে ৩ থানার ১১টি মামলায় ১৫৬ জন গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় সিলেট মেট্রোপলিটন এলাকার তিন থানায় মোট ১১টি মামলায় এ পর্যন্ত ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল পর্যন্ত সিলেট নগরীতে ১১ মামলায় ১৫৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অনেকেই বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।

পুলিশ জানায়, কোটা সংস্কার ইস্যুতে সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত সিলেট মেট্রোপলিটন (এসএমপি) এলাকার কোতোয়ালি থানায় ছয়, জালালাবাদ থানায় চার ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। এই ১১টি মামলায় ২৪৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত প্রায় ১৭ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলাগুলো পুলিশের ওপড় হামলা, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে।
এসবের মধ্যে একটি মামলার বাদি কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর পুলিশ দায়ের করেছে।

এসএমপি’র উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে যেকোনো উশৃঙ্খল কার্যকলাপ দমনে পুলিশ তার অঙ্গিকার নিয়ে মাঠে তৎপর রয়েছে। সিলেটে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। একইসাথে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা এখনো মাঠে মোতায়েন রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement