০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

সিলেটে ৩ থানার ১১টি মামলায় ১৫৬ জন গ্রেফতার

সিলেটে ৩ থানার ১১টি মামলায় ১৫৬ জন গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় সিলেট মেট্রোপলিটন এলাকার তিন থানায় মোট ১১টি মামলায় এ পর্যন্ত ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল পর্যন্ত সিলেট নগরীতে ১১ মামলায় ১৫৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অনেকেই বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।

পুলিশ জানায়, কোটা সংস্কার ইস্যুতে সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত সিলেট মেট্রোপলিটন (এসএমপি) এলাকার কোতোয়ালি থানায় ছয়, জালালাবাদ থানায় চার ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। এই ১১টি মামলায় ২৪৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত প্রায় ১৭ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলাগুলো পুলিশের ওপড় হামলা, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে।
এসবের মধ্যে একটি মামলার বাদি কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর পুলিশ দায়ের করেছে।

এসএমপি’র উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে যেকোনো উশৃঙ্খল কার্যকলাপ দমনে পুলিশ তার অঙ্গিকার নিয়ে মাঠে তৎপর রয়েছে। সিলেটে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। একইসাথে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা এখনো মাঠে মোতায়েন রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল