২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌলভীবাজার পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মো: ফজলুর রহমান মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পৌরসভা হল রুমে ১৫০ কোটি ৯০ লাখ ৭৩ হাজার ৯২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

পৌর কর্তৃপক্ষ রাজস্ব, উন্নয়ন ও মুলধনী খাতে ব্যয় করে এ অর্থ বছরে ১ কোটি ৭০ হাজার ৭৪০ টাকা উদ্বৃত্ত দেখিয়েছেন।

পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ, পৌরসভা প্রকৌশলী আব্দুল মালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাস, শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, বকশী ইকবাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আরো সংবাদ



premium cement