২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌলভীবাজারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে বাধা

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের শহরের চৌমুহনা এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ ঘটনায় কোন হতাহত ঘটেনি।

বুধবার (১৭ জুলাই) সন্ধার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিকেলে চৌমুহনা এলাকায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। মিছিল শেষে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। আন্দোলনকারীরা পিছু হটলে সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মিছিল করছিলাম। প্রথমে আমরা দেওয়ানী মসজিদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার মতো তুচ্ছ ঘটনা ঘটেছে। তাদের আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি।


আরো সংবাদ



premium cement