২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত - ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২) নামে দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলারের (নম্বর-১২৫৩) কাছে ঘটনাটি ঘটে।

নিহত আলী ও কাওসার একই উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা।

ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও নিহতদের লাশ হস্তান্তর হয়নি।

স্থানীয় সূত্র জানায়, আলী, কাওসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য রোববার কোনো এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। পরে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। কিছুক্ষণ পর আহত হয়ে ফিরে আসেন নবী।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: ফয়জুর রহমান বলেন, ‘ভারত সীমান্ত এলাকায় গুলিতে নিহত দুই যুবকের লাশ সোমবার বিকেল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়নি। সকাল থেকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক চলছে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় লোকজনের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করে। আলী ও কাওসার সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।’

সোমবার (১৫ জুলাই) বিকেলে পুলিশ জানায়, তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ এখনো ভারতে আছে। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফের সদস্যরা আলোচনা করছেন। দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement