১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত - ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২) নামে দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলারের (নম্বর-১২৫৩) কাছে ঘটনাটি ঘটে।

নিহত আলী ও কাওসার একই উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা।

ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও নিহতদের লাশ হস্তান্তর হয়নি।

স্থানীয় সূত্র জানায়, আলী, কাওসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য রোববার কোনো এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। পরে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। কিছুক্ষণ পর আহত হয়ে ফিরে আসেন নবী।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: ফয়জুর রহমান বলেন, ‘ভারত সীমান্ত এলাকায় গুলিতে নিহত দুই যুবকের লাশ সোমবার বিকেল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়নি। সকাল থেকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক চলছে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় লোকজনের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করে। আলী ও কাওসার সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।’

সোমবার (১৫ জুলাই) বিকেলে পুলিশ জানায়, তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ এখনো ভারতে আছে। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফের সদস্যরা আলোচনা করছেন। দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যে সরাসরি আগাম ভোটদান শুরু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে যা জানা যাচ্ছে তীব্র ক্ষুধার সম্মুখীন গাজায় ১৮ লাখ বাসিন্দা ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সকল