০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিলেটে বাস-অটোর সংঘর্ষে নিহত ১

- ছবি - নয়া দিগন্ত

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীন লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় পৌঁছামাত্র সিলেটগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এর এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement