শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ২৬ জুন ২০২৪, ১১:৪৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটিনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম রবিউল হক (২৫)। তিনি চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় প্রতিদিনের মতো হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোরে সাড়ে ৫টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক চেক পোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দেয়। এতে ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।
আরো জানা গেছে, দুর্ঘটনার পর চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে ট্রাকচালক কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো: মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা