সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যার্থে ইবনে সিনা’র ত্রাণ কমিটি গঠন
- সিলেট ব্যুরো
- ২২ জুন ২০২৪, ১৯:০২
পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। ফলে বৃহত্তর সিলেটের প্রায় সবকটি উপজেলা প্লাবিত হয় ও অসংখ্য মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৃহত্তর সিলেটবাসীর যেকোনো দুর্যোগে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড আগের মতো এবারো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে শনিবার হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান কে এবং অন্যান্য সদস্য হলেন- হাসপাতালের পরিচালক ডা: মোদাব্বির হোসেইন, অধ্যাপক আব্দুল হান্নান, ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস কর্ণেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী, এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক ও ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মো: তানভীর।
এছাড়া ওই ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মো: তানভীর কে এবং অন্যান্য সদস্য হলেন- ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) আল আমিন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মো: মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার (এইচ.আর) ইকবাল হোসেন খন্দকার, ডেপুটি ম্যানেজার (সিভিল) মো: ফয়জুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: আজহার উদ্দিন খান, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, মীরগঞ্জ শাখার ইনচার্জ হাবিবুল্লাহ দস্তগীর, রিকাবীবাজার শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর) কমর উদ্দিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মামুন সরকার, মোহাম্মদ শাহেদ আলী ও মোহাম্মদ বদরুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: জহির উদ্দিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) মো: ফয়েজুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (হাউজকিপিং) আনোয়ার হোসেন রাসেল, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো: দেলোয়ার হোসেন রনি ও রিকাবীবাজার শাখার একাউন্টস ইনচার্জ জয়নুল ইসলাম।
সভায় সমাপনী বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান সিলেটের বিত্তশালী ও সামর্থ্যবান প্রতিষ্ঠানসমূহকে বানবাসী মানুষের পাশে দাড়াঁনোর ও যথাসাধ্য সার্বিক সহযোগিতার আহ্বান জানান এবং বন্যা কবলিত মানুষদের জন্য মহান আল্লাহ তা’য়ালার কাছে দোয়া কামনা করে সভার কার্যক্রম শেষ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা