২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দোয়ারাবাজারে ত্রাণের জন্য হাহাকার

দোয়ারাবাজারে ত্রাণের জন্য হাহাকার - নয়া দিগন্ত

সেই ১৪ জুন সকাল থেকেই পানিবন্দি। সন্ধা দেখতে দেখতে খাসিয়ামারা নদীর বাঁধ ভেঙে বসতঘর ভাসিয়ে নিয়ে গেছে পানি। সবকিছু ফেলে আত্মরক্ষায় সাঁতারকেটে উঁচু জায়গায় উঠে দেখতেই দেখতেই চোখের পলকে চলে গেছে লক্ষিপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মুকশেদ আলী'র বসত ঘরটি। সন্তানদের নিয়ে কোনোমতে ঠাসাঠাসি করে রাস্তার পাশে মাচা বেঁধে বসবাস করছেন।

মুকশেদ আলী জানালেন, পানিবন্দি অবস্থায় বাড়িতে থাকার সময় থেকে ঈদের আগের রাত পর্যন্ত অভুক্তই ছিলেন। ঈদের দিন থেক শুকনো খাবার, পরে রান্না করা খাবার পেয়েছেন। তার সাথে বসতঘর হারিয়ে রাস্তার পাশে মাচা বেঁধে বসবাস করছেন আরো ১২টি পরিবার। তারা হলেন নোয়াপাড়া গ্রামের ছফির উদ্দিন, রহিম উদ্দিন,করিম মিয়া, নুরুল ইসলাম,খুরশেদ আলম, আনোয়ার হোসেন, রুবেল মিয়া, আইয়ুব আলী, আঃ লতিফ, আমজদ আলী, মুকশেদা খাতুন, জাকির হোসেন।

এছাড়াও টানা বর্ষণ আর ১৮ জুন মঙ্গলবার সকালে পাহাড়িয়া ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার অনেকেই শেষ সম্বলটুকু ধরে রেখে বাড়িতেই পড়ে আছেন। কেউ খাটের উপর, আবার কেউ কেউ মাচা বেঁধে বসবাস করছেন। তারা পড়েছেন নানাবিধ সঙ্কটে।

বন্যায় বসতঘর হারিয়ে রাস্তার পাশে ঝুপড়ি বেঁধে বসবাস করা বন্যাদুর্গতরা জানিয়েছেন, যারা বাড়িতে রয়েছেন, তারা অনাহারে-অর্ধাহারে বসবাস করছেন। কয়েকটি গ্রামের অবস্থা করুণ। চলাচলের রাস্তা ভেঙে গেছে, যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। ত্রাণ পৌঁছাতে হলে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে। এ কারণে কেউ এসে দেখতে ও পারছেন না। ফলে আশ্রয়কেন্দ্রে ওঠা লোকজনের মধ্যে খাবার নিয়ে স্বস্তি থাকলেও তারা পড়েছেন নানা সঙ্কটে। খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্কট তীব্র হয়েছে। এবারের পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি বিপর্যস্ত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এই নোয়াপাড়া গ্রাম।

এদিকে বর্ষাকাল এলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর, মন্তাজনগর, নছরনগর,নাছিমপুর,সারপিন নগর, হাবিবনগর এলাকার মানুষদের। এইসব এলাকার কেউ কেউ আশ্রয়কেন্দ্রে উঠলেও কিন্তু ইউনিয়নের সিরাজপুর, খাইরগাঁও, ঘিলাছড়া, লাস্তবেরগাঁও, সানিয়া, খালপাড় এলাকার লক্ষাধিক মানুষ বাড়িতেই পানিবন্দি অবস্থায় রয়েছেন। এই এলাকা ও ঈদের দিন থেকে বিপর্যস্ত হয়ে পড়ে।

ঈদ মৌসুমে ঘরে কিছুটা খাবার মজুত থাকলেও এখন ফুরিয়ে আসছে। ফলে উপজেলার প্রান্তিক পর্যায়ে পানিবন্দি মানুষের মধ্যে খাবার সঙ্কট চলছে।

উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী জানিয়েছেন, আমরা আশ্রয়কেন্দ্রে খাবার দিচ্ছি। আর বাড়ি বাড়ি যারা আছেন তাদের মধ্যে শুকনা খাবার দেয়া হচ্ছে। যতটুকু সম্ভব আমরা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কিছু কিছু এলাকা হতে পানি নেমে এলেও উপজেলার বেশ কিছু এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছেন। তাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে ছোট নৌকার বিকল্প নেই। শুক্রবার সকাল থেকে দোয়ারাবাজারের আকাশে কড়া রোদ উঠেছে এবং গরম পড়েছে। শনিবার সকালে মাঝারি বৃষ্টি হলেও দুপুরের দিকে রোদ দেখা গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল না এলে বড় বন্যার আশঙ্কা আর থাকবে না। তখন নদ-নদীতে স্বাভাবিক পানি থাকবে।

সরজমিন শনিবার (২২ জুন) দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের লামাসানিয়া, পর্মশরিফপুর, মাছিমপুর, দোহালিয়া ইউনিয়ন, পান্ডারগাঁও ইউনিয়ন, মান্নারগাঁও ইউনিয়ন ও নরসিংপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় মানুষ এখনো পানিবন্দি। জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চলাচলের সড়ক ভেঙে যাওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে নৌকা অথবা পানি ভেঙে চলাচল করছেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, আজ থেকে জিআর-এর চাউল বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বন্যাদুর্গতের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল