২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাহাড়ি ঢলে দোয়ারাবাজারে নিম্নাঞ্চল প্লাবিত, নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন

- ছবি : নয়া দিগন্ত

টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তা ভেঙে ও তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো কোনো স্থানে নদী ভাঙনও বেড়েছে। এতে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

দোয়ারাবাজার উপজেলার সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ নদী-নালার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার বেশ কয়েকটি হাট-বাজার, শিক্ষা-প্রতিষ্ঠান, রাস্তা তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন নদী তীরবর্তী রাস্তার একাধিক স্থানে ভাঙন শুরু হয়েছে। নিম্নাঞ্চল ও হাওরপাড়ের লোকজন বন্যার পদধ্বনিতে নির্ঘুম রাত কাটাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নদী ভাঙ্গন কবলিত এলাকার নদীর পাড়ের বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়িয়া ঢলে শনিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদী, লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর নিকটবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বসতঘর বিলিন হওয়ার এসব চিত্র দেখা যায়। ইতোমধ্যে চেলা নদীর ভাঙ্গনে বসতঘর হারানো পরিবারগুলো এলাকায় বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত থাকায় দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবো।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি

সকল