২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ানীবাজারে ৩৩ বছর পর ছাত্রলীগের কমিটি, টিকলো ৩ মাস ৩ দিন

বিয়ানীবাজারে ৩৩ বছর পর ছাত্রলীগের কমিটি, টিকলো ৩ মাস ৩ দিন - ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে ৩৩ বছর অপেক্ষার পর পাওয়া কমিটির মেয়াদ হলো মাত্র তিন মাস তিন দিন।

চিনি ছিনতাইকাণ্ডে ছাত্রলীগের নাম উঠে আসায় এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ ও সহ-সভাপতি শফিউল্লাহ সাগরের একটি ফোনালাপ ফাঁস হওয়ায় পরেই বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে একইসাথে ঘোষণা হওয়া কলেজ কমিটি এখোনো বহাল রয়েছে।

শুক্রবার (১৪ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, মর্যাদা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কমিটি বিলুপ্তির খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

জানা যায়, সুদীর্ঘ ৩০ বছর পর গত ১১ মার্চ বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ কমিটি পেয়েছিল ছাত্রলীগ। তবে তার ঠিক তিন মাস তিন দিন পর চিনি ছিনতাইকাণ্ডে ছাত্রলীগের নাম আসায় দুই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে চারখাইয়ে ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের অভিযোগ এনে একজন ব্যবসায়ী বিয়ানীবাজার থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত সাত-আট জনকে আসামি করে মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগরের নাম উঠে আসে। পরে একটি সিসিটিভিতে পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সাকেলের বিরুদ্ধে অভিযোগ উঠে, এর একদিন পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ ও সহসভাপতি সফিউল্লাহ সাগরের একটি ফোনালাপ ফাঁস হয়। এতে দুইজনের মধ্যে চিনি লুটের বিষয়ে আলাপ করতে শোনা যায়।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল