মৌলভীবাজারে নির্বাচিত হলেন যারা
- মৌলভীবাজার প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ২৩:৩৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে মো: আজির উদ্দিন ৩৩ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে কিশোর রায় চৌধুরী মনি ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৫ হাজার ১৮৮।
কুলাউড়া উপজেলায় ফজলুল হক খান সাহেদ ৩৫ হাজার ২৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ স ম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩ হাজার ৮৫২।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা