২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেট আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীর হাতাহাতি

সিলেট আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীর হাতাহাতি - প্রতীকী ছবি

সিলেটের আদালতপাড়ায় নারী পুলিশ ও মহিলা আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতের ন্যায়কুঞ্জ সংলগ্ন ১তলা আদালত ও অফিস ভবনের জিআরও অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদালতের শাহপরান (রহ.) থানা জিআর’র দায়িত্বরত এসআই শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থের কাছে একটি মামলার নথি দেখতে চান আইনজীবি কাজী সেবা বেগম। এ বিষয়ের জের ধরেই উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শুরু হয় পুলিশ ও নারী আইনজীবিদের মধ্যে হাতাহাতি।

পুলিশের দাবি আদালতের নারী আইনজীবী কাজী সেবা এসএমপি প্রসিকিউশন বিভাগের জিআরও অফিস কক্ষে অতর্কিতে প্রবেশ করে জিআরও শাহপরান (রহ.) সেরেস্তায় কর্মরত নারী এসআই শামীমা খাতুন ও নারী কনস্টেবল বিউটি পুরকায়স্থকে মারধর করেছেন। তবে আইনজীবীদের দাবি একটি মামলা সংক্রান্ত নথি চাওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। এতে উল্লেখ করা হয় অ্যাডভোকেট কাজী সেবা জিআরও কক্ষে অতর্কিতে প্রবেশ করে পেছন থেকে নারী কনস্টেবল বিউটি পুরকায়স্থকে চুলের মুঠি ধরে চর থাপ্পর মেরে হাতে, মুখে, পিঠে জখম করে বেরিয়ে যান। পরবর্তীতে এ বিষয়ে কথা বলতে এসআই শামীমা খাতুন ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গেলে সেখানে তর্কাতর্কির একপর্যায়ে কাজী সেবা শামীমা খাতুনকে ঘুষি মেরে তার চেম্বারে চলে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলছেন, জখমি এসআই ও কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আদালত ও আইনজীবী সমিতিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement