সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিলেট ব্যুরো
- ০২ মে ২০২৪, ১৭:৫৪
সিলেটের কানাইঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
বাবুল আহমদ উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
আহতরা হলেন একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।
জানা গেছে, দুপুরে বাবুল হাওরে ধান কাটতে যান। এ সময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ আরো দুই জন। হঠাৎ করে প্রচণ্ড বজ্রপাত এসে তাদের ওপর পড়লে জ্বলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা। পরে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন সরদার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা