জৈন্তাপুরে পিকআপ-লেগুনার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৬
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ১৮ মার্চ ২০২৪, ১৫:৩৮, আপডেট: ২২ মার্চ ২০২৪, ১০:০১
সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল থেকে মোকামপুঞ্জি খাসিয়া পল্লীতে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া পাঁচটি লেগুনার মধ্যে সামনে থাকা লেগুনার সাথে গরুবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি ধুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই লেগুনায় থাকা এক শিশুসহ তিনজন নিহত হন। গুরুতর আহত হন আরো অন্তত ১০ জন। হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধূ সুচিতা পাত্র (৩০), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)।
গুরুতর আহতরা হলেন, চিকনাগুল ইউপির গ্রামপুলিশ লব পাত্র, পুশ পাত্র, জিদান পাত্র, প্রনতী পাত্র, ও লেগুনা চালক মিনহাজ। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
হতাহতদের সবাই জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা।
এই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো: ইউনুস আলী সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহতের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্ধ করা হয়েছে। পিকআপের ঘাতক চালক পালিয়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা