২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - ছবি : নয়া দিগন্ত

দুই দিনের ব্যবধানে সিলেট তামাবিল মহাসড়কে ফের দুর্ঘটনা। এবার পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০-১২ জন। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৮ই মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় মহাসড়কের রং সাইড দিয়ে চলছিল। এ সময় ট্রাকটির সাথে জাফলংগামী পিকনিকের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement