২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

গ্রেফতার হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) - ছবি : নয়া দিগন্ত

সিলেটে ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় শীর্ষ দুই মাদককারকারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) তাদের কাছ থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। সিলেটে এর আগে কখনো এত বড় ইয়াবার চালান আটক হয়নি।

গ্রেফতাররা হলেন জকিগঞ্জ থানাধীন মাইজকান্দি গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে হোসেন আহমেদ (৩৫) ও একই গ্রামের মরহুম কলিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫১)।

মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামে অভিযান চালায় র‌্যাব-৯-এর সিপিএসসি কোম্পানির একটি দল। এ সময় একটি বাড়িতে তল্লাশিকালে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি হোসেন আহমেদ ও সিরাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো: মশিউর রহমান সোহেল নয়া দিগন্তকে বলেন, সিলেটে এটাই হলো জব্দ করা ইয়াবার সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছিল র‌্যাব। গ্রেফতার মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি ও জব্দ হওয়া আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল