২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে মামলার হাজিরায় যাওয়ার পথে যুবক খুন

-

সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে এক যুবক খুন হয়েছে। এ সময় নিহতের ভাইও গুরুতর আহত হন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুনেদুল ইসলাম (৩০)। তিনি বালাগঞ্জ উপজেলার গৌরিপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কানাই মিয়ার ছেলে। আহত হয়েছেন জুনেদুলের ভাই জাহেদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুনেদুল ইসলামসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে প্রতিপক্ষের এক ব্যক্তির পা কেটে ফেলার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আদালতে মামলা চলছে। ওই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকালে জুনেদুল ও জাহেদুলসহ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় সিলেট আদালতের দিকে যাচ্ছিলেন। পথে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে সকাল ৯টার দিকে পৌঁছালে ১৫-২০ জন অটোরিকশা আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলায় চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জুনেদুলের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের দুলাভাই মোজাম্মেল হক বলেন, জুনেদুল ও জাহেদুল একটি মামলায় হাজিরা দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সকালে বাড়ি থেকে বের হয়। পথে অটোরিকশার গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালান। ঘটনাস্থলে জুনেদুলের মৃত্যু হয়েছে। আহত জাহেদুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মোজাম্মেল হক অভিযোগ করেন, তার শ্যালকদের পরিবারের সাথে হামলাকারীদের পূর্ব বিরোধ ছিল। প্রতিপক্ষ একই গ্রামের আহাদ আলী, আক্তার আলী ও মজির উদ্দিন এই হামলার সাথে জড়িত।

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) আরিফ হোসাইন নয়া দিগন্তকে বলেন, প্রায় এক বছর আগে পূর্ব কোনো বিরোধের জেরে একজনের পা কেটে ফেলার অভিযোগ ছিল জুনেদুল ইসলাম ও তার ভাইয়ের বিরুদ্ধে। ওই মামলায় হাজিরা দিতে তারা সিলেটের দিকে যাচ্ছিলেন। তখন তাদের ওপর হামলা হয়। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত ‘ইসকনের ষড়যন্ত্রে পা দেবেন না’ মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী

সকল