নয়া দিগন্তে নিউজ প্রকাশের পর মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৪, ২১:৫৩
‘সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে বালু বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন’ শিরোনামে ১৯ জানুয়ারি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামে অবৈধভাবে বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন বন্ধ ও জরিমানা করেন আদালত।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রহিমের পাড়া গ্রামের তরিক আলীর ছেলে ফজর আলীকে আটক করা হয়। পরে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। একইসাথে বালু উত্তোলন করে সৃষ্টি হওয়া গর্ত ভরাট করবেন বলে স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উদ্দিনসহ অভিযুক্ত ফজর আলী লিখিত দেন।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর কাছে রহিমেরপাড়া গ্রামবাসী গ্রাম রক্ষা বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন বন্ধ করতে মানববন্ধনের আয়োজন করে।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট ফজলে রাব্বানী জানান, ফসলী জমির মাটি কেটে পরিবেশ ধ্বংসকারী ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা