২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শেরেনুর

সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শেরেনুর - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: শেরেনুর আলী নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

১৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল লেইস রোকেস পেয়েছেন ১২৮ ভোট এবং মো: বদর উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

১৭৯ ভোট পেয়ে মো: শেরেনুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পান ১৭১ ভোট এবং মুহাম্মদ আজিজুর রউফ ২৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: বশির উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: শাহাব উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আনিসুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ফজলুল হক। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপঙ্কর বণিক। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: নূর আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চার পদের আটজন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো: গোলাম আরিফ, পাঠাগার সম্পাদক তণয় চক্রবতীর্, মহিলা-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য মো: শামছুর রহমান (১), মোহাম্মদ কামাল হোসেন (১), মো: আবু বকর, স্বপন রায় ও মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন অ্যাডভোকেট মো: বজলুর রশিদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এনাম আহমদ ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল