সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শেরেনুর
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩
সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: শেরেনুর আলী নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
১৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল লেইস রোকেস পেয়েছেন ১২৮ ভোট এবং মো: বদর উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।
১৭৯ ভোট পেয়ে মো: শেরেনুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পান ১৭১ ভোট এবং মুহাম্মদ আজিজুর রউফ ২৪ ভোট।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: বশির উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: শাহাব উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আনিসুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ফজলুল হক। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপঙ্কর বণিক। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: নূর আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চার পদের আটজন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো: গোলাম আরিফ, পাঠাগার সম্পাদক তণয় চক্রবতীর্, মহিলা-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য মো: শামছুর রহমান (১), মোহাম্মদ কামাল হোসেন (১), মো: আবু বকর, স্বপন রায় ও মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন অ্যাডভোকেট মো: বজলুর রশিদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এনাম আহমদ ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা