২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনামগঞ্জ -৫ : ৭ জনে পেলেন ২৪৮৬ ভোট

- ছবি : ফাইল

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ প্রার্থীর ৭ জন প্রার্থী পেয়েছেন ২৪৮৬ টি ভোট। সেইসাথে বাজেয়াপ্ত হচ্ছে তাদের জামানত।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মনোনীত অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল (৮২২), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ (৩০৭), গণফোরামের আইয়ুব করম আলী (৫৬৯), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আজিজুল হক (৩৬১), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন (২০৪), কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল (১৬৪) ও জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট মনির উদ্দিন (৫৯) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ কোনো প্রার্থী না পেলে প্রার্থিতার সাথে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার ২২টি ইউনিয়নে ১৬৪টি কেন্দ্র নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৯৯টি ভোট। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৩ হাজার ৭৭৭ জন ভোটার।

এতে নৌকা প্রতীকে নির্বাচিত প্রার্থী মুহিবুর রহমান মানিক ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে ৯১ হাজার ৮৮৮টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বাকি সাতজন প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৮৬টি ভোট।


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল