সিলেট কারাগারে বন্দী ৪১২৫ জন, ভোট দেবে না কেউ
- সিলেট ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৭
আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগের মতো এবারো নির্বাচনে কারাবন্দীদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ ছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সিলেট কেন্দ্রীয় কারাগারে ৪ হাজারের বেশি বন্দীদের একজনও ভোট দিতে আগ্রহী নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদনও করেননি। নয়া দিগন্ত কে এমন তথ্য জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো: ছগির মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারাগারেই বন্দী সংখ্যা বাড়া-কমার মধ্য দিয়েই আছে। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এ বর্তমানে বন্দী আছে প্রায় ৩ হাজার জন। এর মধ্যে মহিলা ১১৭ জন ও পুরুষ ৪ হাজার ৮ জন বন্দী রয়েছেন।
প্রতিবারের মতো এবারো কারাগারে আটক বন্দীদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার আবেদনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। বিষয়টি কারা কর্তৃপক্ষ বন্দীদের জানালেও তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজি হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে কারাগারে কোনো বন্দী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার আবেদন করেননি।
এরআগে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেয়ার সুযোগ ছিল কারা বন্দীদের।
সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন মো: ছগির মিয়া বলেন, ৪ হাজার ১২৫ জন বন্দী রয়েছেন। যারা ভোটার তাদের ভোট দেয়ার ব্যবস্থাও আছে। কিছু নিয়মকানুন মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে কেউ আবেদন করেননি। এ কারাগার থেকে কোনো বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা