হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৪, ২০:৫২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাফর ছাদেকসহ আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ শাহেদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়ন দাখিল করি। পরবর্তীতে আমার মনোনয়নপত্র বৈধ হয় এবং আমাকে ট্রাক প্রতীক প্রদান করা হয়। আমিও আমার নির্বাচনী কার্যক্রম শুরু করি। কিন্তু বর্তমান শারীরিক অসুস্থতা, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার এক ভাই ও বীর মুক্তিযোদ্ধা মামা মৃত্যুবরণ করায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
তিনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা