২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে বেপরোয়া ট্রাক চাপায় ছেলেসহ চিকিৎসক নিহত

- ছবি - নয়া দিগন্ত

সিলেটে বেপরোয়া ট্রাক চাপায় ছেলেসহ চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

সোমবার রাত ১০টার দিকে নগরের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও রেজিস্টার তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী। তারা দু’জন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা নদীর শাহজালাল সেতুর দক্ষিণ পারে হুমায়ুন রশিদ চত্বরের পাশেই একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ওই অটোরিকশার যাত্রী ছিলেন চিকিৎসক তৌহিদুল ও তার ছেলে তানহা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement